শেকলে বাঁধা তেল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ৮, ২০২২, ০৩:১৪ পিএম

উৎসুক ক্রেতা।

কারওয়ান বাজারের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে তেল।

শেকলবন্দী তেল!

তবে সব ব্র্যান্ডের তেল এখনও বাজারে ওঠেনি।

তেল কিনে বাড়ি ফিরছেন এক ক্রেতা।

তেলের দাম বাড়ার পরও কেউ কেউ একসাথে একღাধিক কন্টেইনার তেল কিনছেন। ⭕;

ছবি : রিয়াদুর রহমান পিনজু।