রমজানে রাজধানীতে ভয়াবহ যানজট

রিয়াদুর রহমান পিনজু প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৭:২৫ পিএম
বাংলামোটর থেকে তোলা রাস্তার তীব্র যানজটের চিত্র

রাজ🌞ধানীতে একদিকে গরমের তীব্রতা, অন্যদিকে অতিরিক্ত যানজট। আর এই দুটোতেই&nb🅺sp;নাকাল এখন নগরবাসী। আবার এরইমধ্যে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। তাইতো অফিস শেষে সবাই চান দ্রুত বাসায় ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে। কিন্তু রাজধানীর রাস্তার চিত্র বলে ভিন্ন কথা। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।

যানজটে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার নারীরা
ফার্মগেট থেকে তোলা যানজটের ভয়াবহ চিত্র
ইফতারের আগে রাজধানীর ব্যস্ততম একটি রাস্তার চিত্র
পিছনে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি, সামনে সিগ্যানাল ছাড়ার অপেক্ষায় থাকা এক ভ্যানচালক
রাস্তায় তীব্র যানজট থাকায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন
কাওরান বাজার মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা বাবার কোলে ঘুমন্ত এক শিশু
রাজধানীর কাওরান বাজার মোড়ে বাসের জন্য মাথায় কাপড়ের বোঝা নিয়ে অপেক্ষায় থাকা এক ব্যক্তি
যানজটের মাঝে আরেক ভোগান্তির নাম বাসে অতিরিক্ত যাত্রীরচাপ
বাংলামোটরে ইফতারের আগে রাস্তায় ছিল তীব্র যানজট