রাজধানীতে এখনো ঝাঁকিয়ে শীত নামেনি। পৌষের এই শেষ বেলায় শীত নামুক আর নাই নামুক শীতে, নতুন পোশাকের পাশাপাশি নানা রঙের বিদেশি আরামদায়ক কম্বল ব্যবহারের চল অনেক আগের থেকেই শুরু হয়েছে। ঝাঁ চকচকে দোকানের পাশাপাশি বিভিন্ন মার্কেট সংলগ্ন এলাকার রাস্তা পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্রের দোকান। এই সকল দোকানে দেখা মিলে দুবাই, সৌদি আরব, কাতার থেকে আনা বিভিন্ন সাইজের কম্বল। ৮০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা দামের কম্বল এখানে পাওয়া যায়। দুই বছরের করোনা মহামারি পর এবারে শীতের আমেজ কম🐼 থাকায় বিক্রেতারা এখনো লাভের মুখ না দেখলেও দোকান খুলে রাখতে পারায় তারা খুশি। ছবি : সাবরিনা ইয়াসমীন।