সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভ﷽াপতি আবদুল বাসেত মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন♈া ইলাইহি রাজিউন)।
বুধবার (২৭ অক্টোবর) সক﷽াল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য🐠ু হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
গত ৩০ সেপ্টেম্ব𓄧র আব্দুল বাসেত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার (২৫ অক্টোবর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মেরুদণ্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন।
আইনাঙ্গনে তিনি ‘গরিবের আইনজীবী’ হিসেবে পরিচিত।&nb🀅sp;দুস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এ ফান্ড থেকে অর্থসহায়তা💧 দেওয়া হয়।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল বাসেত মজুমদার বাংলাদেশ𒈔 বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যা𒅌ন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে আব্দুল বাসেত মজুমদারের জন্ম। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভু♎ক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টেಌ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।