শেয়ারবাজারে পতনরোধে বৈঠক ডেকেছে বিএসইসি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১২:১৯ পিএম

গত এক সপ্তাহের বেশি সময় দেশের শেয়ারবাজারে সূচকের পতনমু🌜খী প্রবণতা অꦫব্যাহত রয়েছে। 

সূচকের পতনের কারণে ꧃মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ ক🐻মিশন ভবনে স্টেকহোল্ডারদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বৈঠক ডেকেছে।

এতে সভাপ🤡তিত্ব করবেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

গত এℱক সপ্তাহের বেশি সময় দেশের শেয়ারবাজারে সূচকের পতনমুখী হওয়ায় বিনিয়োগকারীদের মꦏধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনেক বিনিয়𝓡োগকারী শেয়ার বিক্রি করে দিচ্ছ🌳েন, এতে নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

এ অব♏স্থায় করণীয় নির্ধারণে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আজ বেলা সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠဣিত হবে।

সভায় শীর্ষ ব্রোকারেজ হাউজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ🔯্জ (সꦡিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

জানা যায়, ধরাবাহিকভাবে গত ছয় কার্যদিবসে উভয় শেয়ারবাজারের সূচকে পতন ঘটেছে। এ সময়ে ডিএসইতে ২৭০ পয়েন্ট ও সিএসಌইতে ৪৫০ পয়েন্টের পতন হয়।