ই-কমার্স পরিচালনায় এক মাসের মধ্যে প্রতিবেদন 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৩:০০ পিএম

ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে আগামী এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেবে ভোক൲্তা অধিকার সুরক্ষার বিষয়ে গঠিত কমিটি। 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বাণিজꦍ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে প্রতারিত গ✱্রাহকদের অধিকার সুরক্ষার বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠক হয়। 

এদিকে বৈঠক শেষে কমিটির আহ্বায়ক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামা🐓ন এ কথা জানান।

অত♊িরিক্ত সচিব এম শফিকুজ্জামান বলেন, “আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে আমরা একটা প্রতিবেদন দেব। ওই প্রতিবেদনে থাকবে দেশে যেসব ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে তাদের সুষ♕্ঠু ও নিয়মতান্ত্রিক পরিচালনায় কীভাবে রেজিস্ট্রেশন করা হবে এবং লাইসেন্স প্রদানের যোগ্যতা ও প্রাপ্তির সক্ষমতা কী হবে সে বিষয়টি। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠিত কমিটিকেও বিষয়টি নিয়ে কাজ করার ম্যান্ডেট দেয়া হয়েছে।”

অতিরিক্ত সচিব বলেন, “ই-কমার্সে আর্থিক লেনদেনের তথ্যাদি বিশেষ করে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেন অর্থাৎ গ্রাহকরা অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো থেকে যে পরিমাণ টাকা পায় তা কীভাবে উদ্ধার করা যায় তারও একটা সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে প🦩াঠানো হবে। ই-কমার্স লেনদেনে যেসব গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাওনা প্রাপ্তির পাশাপাশি লেনদেনে কীভাবে স্বার্থ সুরক্ষা দেয়া যায় তারও একটা করণীয় নির্ধারণ করে দেয়া হবে প্রতিবেদনে “

এছাড়া ভবিষ্যতে দেশে ই-কমার্স খাত কীভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা ঠিক কর🧔বে মন্ত্রিপরিষদের গঠিত কমিটি। এর মাধ্যমে সব ই-কমার্সের আর্থিক লেনদেন একটি 🤪পদ্ধতিতে বা একটি গেটওয়ের মাধ্যমে সরবরাহ হবে বলেও জানান তিনি।

সফিকুজ্জামান বলেন, “দেশের সব ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট 𒊎ট্যাক্সের আওতায় আনা হবে। পরিকল্পনার অংশ হিসেবে কীভাবে এটি বাস্তবায়ন করা যায় তার একটি সুপারিশ থাকবে প্রতিবেদনে। প্রতিবেদন দেওয়ার পর সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ডিজিটাল ই-কমার্স নীতিমালা অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি দিকনির্দেশনা দেয়া হবে।”