ডিএসই‍‍’র সূচকের বড় পতন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৩:০৭ পিএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) সূচকের বড় পতনে 🃏লেনদেন শেষ হয়েছে।&n🍎bsp;

এদিন ডিএসꦗইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিক🍸াংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই সূত্রে বুধবার (১৩ অক্টোবর) এ তথ্য জান💖া যায়।

আজ (বুধবার) ডিএসই’র প🔯্রধান ডিএসইএক্স সূচক ৬৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৮.৪৪ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ৩২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৭.৫৬ পয়েন্টে। এ🎶র আগে ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে ডিএসইএস সূচক ২৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার 🐻৫৬৬.৬০ পয়েন্টে। গত ৬𝕴 অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষেꦗ ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। 

এছাড়া ডিএসইতে এদিন ১ হাজার ৯৪৪ কোটি ৬🍸২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের 💃দিনের চেয়ে ৮২ কোটি টাকা বেশি।