সেই ভুয়া সচিবের বিরুদ্ধে মামলা করবেন প্রিন্স মুসা 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৮:১৪ পিএম

ধনকুবের প্রিন্স মুসা বꦕিন শমসের বলেছেন, “মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের একজন মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। এ ভুয়া অতিরিক্ত সচিবের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করবো।”

মঙ্গলবার (১২ অক💎্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ে যান মুসা বিন শমসের। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে সন্ধ্যা ৬টা ৫৫ মি🐻নিটের দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বের হন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুসা বিন শমসের এসব কথা বলেন।

মুসা বিন শমসের বলেন, “একজন ফ্রড (প্রতারক) লোক অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছিল। আমার সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছিল এবং সে মাঝে মাঝে আমার সঙ্গে বসে ঊর্ধ্বতন লোকদের সঙ্গে কথা বলতো। তাদের মধ্যে আইজিপি, আর্মির জেলারেলসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতো। আমার বিশ্বাস ছিল যে, সে (আব্দুল কাদের) অতিরিক্ত সচিব। কিন্তু পরে প্রমাণিত হলো, সে অতিরিক্ত সচিব না, সে একজন ভুয়া অতিরিক্ত সচিব। পরে তাকে বের করে দিলা🎃ম আমি।”

প্রিন্স মুসা বলেন, “ডিবি আমাকে আব্দুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছ⛦ে এবং✃ আমি যা যা জানি সবকিছু স্পষ্ট বলেছি। আমার বক্ত্যব্যে ডিবি পুলিশ সন্তুষ্ট।”

আইন উপদেষ্টা পরিচয় দেওয়া൩র বিষয়ে মুসা বিন শমসের বলেন, “আব্দুল কাদের মিথ্যা কথা বলেছে। সে আমার আইন উপদেষ্টা ছিল না।”

এদিকে তার সঙ্গে বিভিন্ন সময়ে ছবি তোলার বিষয়ে ধনকুবের মুসা বলেন, “আমার সঙ্গে অনেক লোক এসে ছবি তোলে। কেউ ছবি তুলতে চাইলে আমি তাকে না করতে পারি না। 🌳আমার ছবি দেখিয়ে যদি কেউ প্রতারণা করে, সেটার দায়-দা🐓য়িত্ব আমি নিতে পারি না।”

প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে ২০ কোটি টাকার চেকের লেনদেনের তথ্য পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওটা আমি ফ⛄েরত দিয়ে দিয়েছি।”

এর আগে রাজ⛎ধানীর কারওয়ান বাজার, মিরপুর ও গুলশান থেকে ভুয়া অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আসামি🐲ౠরা ৩৩ জন মন্ত্রী-এমপি ও সচিবের নাম ভাঙিয়ে নানা কৌশলে প্রতারণা করতেন বলে জানায় ডিবি।