তৈরি চকবাজারে, মোড়ক জনসনের

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৯:৩৪ পিএম

রাজধানীর চকবাজারে একটি আবাসিক ভবনে তৈরি হচ্ছিল দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শিশুদের প্রসাধনী সামগ্রী।𝕴 এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপಞুল পরিমাণ ভেজাল পণ্যসহ মো. মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে⭕র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুর রহমান এসব তথ্য জানান।

এ সময় নকল জনসন💙 বেবি লোশন ১০২৮ পিস, নকল বেবি পাউডার ৪৩২ পিস, নকল বেবি শ্যাম্পু ৬০০ পিস ও একটি স্টিলের হলার সম্বলিত ভেজাল প্রসাধনী তৈরির মেশিন জব্দ করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়💖ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ‍“গ্রেপ্তার হওয়া মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।”