এ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো এক মাসে পণ্য রপ্তানি করে এত বেশি বিদেশ♑ি মুদ্রা আসেনি।
তৈরি পোশাকের ওপর ভর করে রপ্তান🍬ি আয়ের এ রেকর্ড হয়েছে বলে রপ্তানি উন্ন𝓀য়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইপিবি’র প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের তৃতীয় মাস অর্থাৎ সেপ্টেম্꧙বরে যে রপ্তানি আয় হয়েছে তা♒ গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। গত অর্থবছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ২৯৯ কোটি ৩০ লাখ ডলার।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি করে মোট ১ হাজার ১০২ কোটি ২০ লাখ ডলার আয় করেছে বাংলাদে🅷শ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশম𒐪িক ৩৭ শতাংশ বেশি।
২০🔥২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি থেকে ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ।
এদিকে ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, রপ্তানি আয়ে বড় ভূমিকা র🎶াখছে পোশাক খাত। জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। তিন মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে পোশাক রপ্🍷তানিত✤ে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬৬ শতাংশ।