রাজধানীর বাড্ডা থেকে ১০ কেজি গাঁজ🍰াসহ দুই মাদক কারবারিকে ꦍগ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন মো. রওুবেল ইসলাম ও নাফিসা আক্তার।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মা🉐হবুবুল হক সজীব ☂এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবুল হক সজীব জানান, গোপন তথ্য আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জ যেতে উত্তর বাড্ডা বাসস্ট্যান্ডে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি গুলশানের একটি দল। পুলিশের�🃏� উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় রুবেলের কাছে থাকা 𒐪লাগেজের ভেতর থেকে জব্দ করা হয় ৬ কেজি গাঁজা ও নাফিসার কাছে থাকা ট্রাভেল ব্যাগ থেকে জব্দ করা𝓡 হয় ৪ কেজি গাঁজা।
এ নিয়ে বাড্ডা থানায় একটি মামলা হয়েছ♐ে। ওই মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।