‘ফেসবুক থেকে প্রায় ৫ হাজার আপত্তিকর লিংক সরানো হয়েছে’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৯:৫৬ পিএম

ফেসবুক থেকে আপত্তিকর কনটেন্ট গণ্য করে গত এক বছরে প্রায় ৫ হাজার লিংক অবসান করেছে বিটিআরসি।&ജnbsp;

সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহ🔯াপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ এ তথ্য জানান।

এ সময় সংবাদ 🐼সম্মেলনে জানানো হয়, গত এক বছরে প্রায় ১৮ হাজার ৮৩৬টি লিংক অপসারণের জন্য ফেসবুকের কাছে অনুরো꧅ধ করা হয়। যার মধ্যে ৪ হাজার ৮৮৮টি লিংক অপসারণ করা হয় এবং এখনও ১৩ হাজার ৯৮৪টি লিংক একটিভ রয়েছে।

বিটিআরসি কর্তৃক ♈প্রকাশি꧒ত এক পরিসংখ্যানে আরও জানানো হয়, ইউটিউবের কাছে ৪৬১টি লিংক অপসারণ করার অনুরোধ করলে সেখানে ৬২টি লিংক অপসারণ করা হয়। এখনও ৩৬৯টি লিংক অ্যাকটিভ রয়েছে।

সম্মেলনে পরিসংখ্যান উপস্থাপনকালে বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্꧑বারের নির্দেশনা মোতাবেক সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্ড (সিটিডিআর) নামে﷽র একটি কারিগরি সিস্টেম ইতোমধ্যে প্রায় ২২ হাজারেরও বেশি পর্ণোগ্রাফি এবং জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে। 

এছ♊াড়াও এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে ১ হাজার ৬০টি ওয়েবসাইট বা আপত্তিক💮র কনটেন্টের লিংক অপসারণ করা হয়েছে। 

যা এই সিস্টেমে অনুরোধের শতভাগ কার্যক্রম বলে উল্ল𓃲েখ করেন তিনি।