শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:৫৩ পিএম

প্রায় ꦆদেড় বছর পর সরকারের স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানি♓য়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

রোববার (৫ সেপ্টেম্বর) ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টোমো হোজুমি এক বার্তায় বলেন, ‘༒‘বাংলাদেশ সরকারের স্কুল খুলে দেয়ার সিদ🐻্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। 

সেইসঙ্গে অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা নিরাপ🥀দভাবে স্কুল খোলা রাখার জ♎ন্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবো।

এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে🅺 প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

সর্বশেষ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়🤡। করোনা সংক♔্রমণের হার কমে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে ২৬ আগস্ট একটি যৌথ সভা হয়।

এর আগে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্🐬রী দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) সচꦜিবালয়ে মন্ত্রিপরিষদ বিভা💟গের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

আরও সংবাদ