ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ🐼 সম্পাদক জয় গোপাল সরকারকে পাসপোর্ট জমা রাখার শর্তে চার মামলায় জামিন দিয়েছে👍 হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপജতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।
আদালতে🍸 জয় গ෴োপালের পক্ষে আইনজীবী ছিলেন মো. কামরুল ইসলাম, আবদুর রহমান হাওলাদার ও মুনমুন নাহার।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আম♍িন উদ্দিন মানিক।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আম🃏িন উদ্দিন মানিক বলেন, “হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে൩ রাষ্ট্রপক্ষ।”
ক্যাসিনোকাণ্ডে জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া💮র ১৬৪ জবানবন্দিতে জয় গোপালের নাম এলে গত বছর ১🥀৪ জুলাই ঢাকার লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।