পুরান ঢাকার চকবাজারের কামাল♔বাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার 🦹মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া ভব�ꦯ�ন মালিক ও প্লাস্টিক কারখানার মালিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মো. জাফর হোসেন।
এদিকে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়ে♎ছে। ওই মামলায় ফখরুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন : চকবাজারে নিহতদের ২ লাখ টাকা করে দেবে সরকার
এসআই ♐রাজীব কুমার বিশ্বাস আরও জানান, মাম🃏লার বাদী নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী।
এর আগে সো🌜মবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় আগুন লাগে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানায় ফ🦹ায়ার সার্ভিস। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলে♒ন মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)।
স্থানীয়রা জানান, আগুন লাগা ভবনের নিচতলায় থাকা বরিশাল হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। সিলিন্ডার বিস্ফোর♑ণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর কারখানায় আগুন লাগে।