ব্যাংকের গাড়ি কেনা বন্ধ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৭:৫১ পিএম

বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ব্যাংকের সব ধরনের যানবাহন কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক বৈদ্যুতিক সরঞ💯্জামাদি, আসবাবপত্র ও অন্যান্য মনোহারি ব্যয় ৫০ শতাংশ কমাতে বলেছে কেন্দ💜্রীয় ব্যাংক।

বুধবার (২৭ জুলাই) বাংলাদে🎀শ෴ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে♓, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকার ক🌼র্তৃক ২০২২-২৩ অর্থবছরে কতিপয় খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত/হ্রাস করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে ব্যাংকগুলোর ২০২২ পঞ্জিকা বছরের অবশিষ্ট ৬ মাস (জুলাই থেকে ডিসেম্বর) এবং ২০২৩ পঞ্জিকা বছরের প্রথম ৬ মাস (জানুয়ারি থেকে জুন) সময়ে কিছু খাতের পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত/হ্রাসকরণের লক্ষ্যে নিম্নবর্ণিত বিষয়াদি যথাযথভাবে পরিপালনের জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো—

ক) নতুন/প্রতিস্থাপক হিসেবে সব প্রকার যানবাহন 🦩ক্রয় বন্ধ থ𒅌াকবে।

খ෴) শুধু জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্য🦋ায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাবপত্র ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।

গ) ওপরের (ক) ও (খ)-এর নির্দেশনা মোতাবেক সাশ্রয়কৃত অর্থ অ🎉ন্য কোনো খাতে🍌 বরাদ্দ বা ব্যয় করা যাবে না।

এই নির্দেশনা অনুসারে ব্যয় হ্রাস সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকཧের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে নিরীক্ষার নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের চাহিদার পরিপ🔴্রেক্ষিতে সরবরাহ করতে হবে।

❀বাংলাদেশ ব্যাংকের নির্দেশনয় আরো বলা হয়, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ডিসেম্বরের আর্থিক বিবরণী এবং আগামী জানুয়ারি♒ থেকে জুন পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ২০২৩ সালের ডিসেম্বরের আর্থিক বিবরণীতে প্রতিফলিত হতে হবে।