ডলারের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০১:৫৩ পিএম

ডলারের বিপরীতে দিন দিন কমছে টাকার মান। খোলা বাজারে ডলারের দাম আবারও ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। ✤ব্যাংকগু‌লো‌তেও নগদ ডলার ৯৬ থে‌কে ৯৮ টাকা ৯০ পয়সা পর্যন্ত বি‌ক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বাজার থেকে এক ডলার কিনত💞🌄ে ৯৮ টাকা ৬৫ পয়সা থেকে ৯৯ টাকা ৬০ পয়সা খরচ হয়েছে।

খুচরা ডলার ব্যবসায়ীরা জানান, খোলা বাজারে ডলারের চা‌হিদা বে‌শি থাকলেও সরবরাহ কম। তাই ড🦋লারের দর বাড়তওির দি‌কে।

এর আগে, চল‌তি বছ‌রের ১৭ মে খোলা বাজারে ডলারের দর ১০০ টাকা ছাড়িয়ে যায়। সেদিন বাজা🌞র থেকে এক ডলার কিনতে ১০০ টাকা ৫০ পয়সা থেকে ১০১ টাকা দিতে হয়।

൩বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, ব্যাংকগুলোর চা‌হিদা অনুযায়ী ডলার বি‌ক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৯৩ টাকা ৯৫ পয়সা দ‌রে মোট ১৩৫ মি‌লিয়ন ডলার বি‌ক্রি হয়েছে।

বাজার বিশ্লেষণ🦩ে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল🌠 ছিল। কিন্তু এর পর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত আছে।