মমতার জন্য ২০০ কার্টন আম পাঠালেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৬:৪৮ পিএম

উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ꦬ২০০ কার্টনে এক হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ জুন) দুপুরে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমগুলো পাঠানো হয়েছে। এসব কাজ সম্পাদন করে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যা𝔉শনাল।

এ সময় বেনাপোল বন্দরে উপস্থিত ছিলেন- কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (তৃতীয় সচিব) শেখ মারেফাত তরিকুল ই꧒সলাম, বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমস ডিসি তানভীর আহমেদ, এএসপি (নাভারন সার্কেল) জুয়েল ইমরান ও ভারতীয় পুলিশের ডিআইজি সুকেশ জেলসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, আমগুলো গ্রহ👍ণ করে মমতার বাসভবনে পৌঁছে দেবেন শেখ মারেফাত তরিকুল ইসল🎐াম।

শুক্রবার (১৭ জুন) ভারতের প্রধানমনꦜ্ত্রী নরেন্দ্র মোদির জন্য রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানযোগে শুক্রবার দিল্লিতে পৌঁছে আমগুলো।

প্রতি বছরেই ভারত সরকারের গুরুত♍্বপূর্ণ লোকদের জন্য বাংলাদেশ থেকে আম পাঠানো হয়।