দেশে টাকার বিপরীতে আবারও ဣবেড়েছে ডলারের দাম। আর দুর্বল হয়েছে দেশীয় মুদ্রা টাকা। চারদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। রোববার (১২ জুন) টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম আগের মতো ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় কয়েক মাস ধরে চড়া♒ ডলারের দাম। গত মঙ্গলবার (৭ জুন) সর্বোচ্চ ৯২ টাকা♋য় ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এর ঠিক একদিন পরই বুধবার (৮ জুন) হঠাৎ করে ডলারের দাম উল্টো ৫০ কমে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয়।
এ নিয়ে এক মাসে ডলারের বিপরীতে টাকার๊ মান ৫ টাকা ৫ পয়🌠সা কমেছে। চলতি বছর শুধু ডলারের বিপরীতে অন্তত ১০ বার মান হারিয়েছে টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখন ෴পর্যন্ত অব্যাহত আছে।