সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপালের ৮ বছর কারাদণ্ড

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০১:২০ পিএম

অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগে বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজ𝕴নস) পার্থ গোপাল বণিককে ৮ বছর 🌜কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি ও মানিলন্ডারিং আইনে করা ꧙মামলায় রোববার (৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

এর আগে, গত ২৭ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপജস্থাপন শেষে রায় ঘোষ🌞ণার জন্য রোববার দিন ধার্য করেন।

২০২০ সালের ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে 𓆉এম ইমরুল কায়েশ দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। একই বছরের ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা 🐼দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। বিকালে রাজধানীর ধানমন্ডির ভূতে🤡র গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা জবꦜ্দ করে দুদক। এরপরই তাকে আটক করা হয়। 

পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারাসহ ১৯ꦍ৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ধারায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন।