করোনায় তিনজনের মৃত্যু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৪:১৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাই🐼রাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে🉐 ৮৯২ জন।

এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৯০ 🉐জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জান🧜ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট♕ শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। এর মধ্যে ঢাকায় ২ ও রাজশাহী বিভাগে এক🐻জন মারা গেছেন। 

এতে আরও বলা হয় ২০২০ সালের ৮ মার্চ ღদেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরে🌠র ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।