সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ জানুয়ারি) দেশಞের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক🐻্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৪১টি কোম্পানি। এসব কোম্পানির ৬৯ কোটি ২৯ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৫৭ হাজার ৯১৫টি শেয়ার ১🦩০০ বার হাতবদল হয়েছে।
এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ২৯ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে ফরচুন শুজ লিমিটেড। কোম্পানিটির ১৪টি ট্রেডে ২২ লাখ ৪ হ💮াজার ৪৬১টি শেয়ার হাতবদল হয়েছে।
অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে জনতা ইন্সুরেন্স কোম্প꧙ানি লিমিটেড। এটির শেয়ার লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা��। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১০ হাজার-টি শেয়ার।