ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে বিডি ফিন্যান্স

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৩:২৯ পিএম

চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ ডিসেম্বর)𒀰 দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩০টি কোম্পানি। এস🧸ব কোম্পানির ৫৫ কোটি ৮১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুল🌠োর মোট ৭৬ লাখ ১১ হাজার ৬০৯ꦏটি শেয়ার ৪০ বার হাতবদল হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি🐟 অর্থাৎ ১৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে বিডি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ২টি ট্রেডে ২৬ লাখ ৪০৮টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে ꦍকম লেনদেন করেছে লংকাবাংলা ফ🥃িন্যান্স লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১২ হাজার ১০০টি শেয়ার।

আরও সংবাদ