পুঁজিবাজারে সূচকের পতন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৩:২৬ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই💞 আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। 

তবে পুঁজিবাজারের লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের�🎃� ইউনিটের দাম কমেছে।

বুধবার ডিএসই’র প্রধান স🐎ূচক ডিএসইএক্স ৯৬.৮৫ পয়েন্ট কমে ৬ হাজার ৯৫২.১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৯.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২১.০৪ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১৩.০০ পয়েন্ট কমে অবস্থান 🏅করছে ১ হাজার ৪৬৭.০৬ পয়েন্টে। 

এদিন ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হ🍷য়েছে। এর মধ্যে দর বেড়েছ🐠ে ৯৭টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত আছে ২০টির।

এদিকে বুধবার দিন শেষে ডিএসইতে ১ হাজার ১৪৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আ🌞গের দিনের চেয়ে ১৮৪ কোটি ৪০ লাখ টাকা কম।