পাঁচ দিন মꦬুলতবির পর আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) সংসদের অধিবেশন আবার বসছে।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী গত ১৮ নভেম্বর থেকে🐷 ২৪ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি𝔍 ঘোষণা করেন।
ওইদিন সংসদ🐎ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৈঠকের🐼 শুরুতে বিকেল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ দেবেন।
এ সময় রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ 𒆙কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাওধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।
সূত্র : বাসস।