রাজধানী ঢাকার বায়ুর মান কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। প্রায় প্রতিদিনই শহরটি দূষণের তালিকায় শীর্ষে উঠে আসছে। এর ধারাবাহিকতায় রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে শহরটির স্কোর দেখা গেছে ২৭৮। দূষিত বায়ুর শহরের তাল꧙িকায় যার অবস্থান তৃতীয়।
বায়ဣুর মান পর্যবেক্ষণক🐭ারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।
সূচকে এখন প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৫১৯, যা বিপজ্জনক বলে ধরা হয়। ২৯১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লা🐼হোর।
তালিকায় চতুর্থ স্থানে ঘানার আক্রা, স্কোর ২৭২; পঞ্চম স্থানে মিশরের কায়রো স্কোর ২৫৮; ষষ্ঠ স্থানে ভিয়েতনামে হ্যানয়, স্কোর ২০১; সপ্তম পাকিস্তানের করাচি, স্কোর ১৮৯; অষ্টম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৬; নবম ভারতের মুম্বাইꦺ, স্কোর ১৬৯; দশম স্থানে রয়েছে ইরানের তেহরান স্কোর ১৫৬।
[107341]
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ♚১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হ🐭লে তা বিপজ্জনক বলে ধরা হয়।