২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৮:৫২ পিএম
হাইকোর্ট। ফাইল ফটো

‘২১ আগস্ট’ গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্🎶রব্য আইনের মামলায় হাইকোর্টের ৭৯ পৃষ্ঠার রায়ের পূর্ণ🔴াঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (🅘১৯ ডিসেম্বর) এ রায় সুপ্রিম কোর্টের ꧑ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ১ ডিসেম্বর ❀বিচারপতি এ কে এম আসাদুজ্জা🌸মান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

আদালতে রাষ্🐭ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।

রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির বলেছিলেন, “যে ট্রায়াল করা হয়েছিল, সেটি ছিল অবৈধ। কারণ আইনের ভিত্তিতে সেই ট্রায়াল হয়নি। একইসঙ্গে আদালত বলেছেন, কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর কোনো কোলাবরেশন নেই। শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে সাজা দেওয়া হয়েছিল। 🦩সেজন্য সকলের আপিল নিয়ে ডেথ রেফারেন্স রিজেক্ট করে সবাইকেই বেকসুর খালাস দিয়েছেন। তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।”

আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে শিশির মনির বলেন, “আদালত পর্যবেক্ষণ দিয়েছেন এই বলে, এ ধরনের মামলায় পরস্পর কেউ দেখেছেন, কেউ স্বচক্ষে দেখেছেন, এই মর্মে কোনো এভিডেন্স নেই। যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে, তাদের টর্চার করে জবানꦍবন্দি নওেওয়া হয়েছে।”

[107191]

তিনি শিশির মনির বলেন, “একইসঙ্গে মুফতি হান্নান দুটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমরা বলেছিলাম, ৪০০ বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় জবানবন্দির ওপর ভিত্তি করে  কাউকে সাজা দেওয়াꦕর নজির নেই। আজ আদালত বললেন, দ্বিতীয় জবানবন্দি তিনি যেটি করেছিলেন, সেটিও পরে তিনি প্রত্যাহার করেন। এজন্য এ জবানবন্দির কোনো আইনগত ভিত্তি নেই।”