ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আ. ছালাম

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৯:৫০ পিএম
আ. ছালাম খান। ছবি : সংগৃহীত

খ𝓀ুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিচারক আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ক♏রেছে সরকার।

বুধবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাܫসনꦐ মন্ত্রণালয়। একইসঙ্গে তার চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার বিচারক আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশꦗনের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হলো।

[107143]

জেলা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএস এ জুডিশিয়ালꦑ সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের 𓄧ছাত্র ছিলেন।