লা মেরিডিয়ান থেকে বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেপ্তার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:২৩ পিএম

রাজধানীর লা﷽ মেরিডিয়ান হোটেল থেকে পুলিশের সাবেক♐ আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিম চট্টগ্রাম জেলার চ൩ন্দনাইশের সাবেক উপজেলা♏ চেয়ারম্যান।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন খিলক্ষেত থা⭕নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম﷽ুহাম্মদ আজহারুল ইসলাম।

মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “বাড্ডা থানা এলাকায় মারামারির ঘটনায় জসিম উদ্দিন নাম꧅ের একজনকে গ্রেপ্তারꩵ করা হয়েছে।”

[105919]

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্র♈িয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।