স্ত্রী মাহমুদা খানౠম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে🌸 তার কারামুক্তিতে বাধা নেই।
বুধবার (৪ ডিসেম্বর) আপিꦡল বিভাগের চেম্বার বিচারপতি মো. 𒉰রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালতে আবেদনের পক্ষে ছি෴লেন আইনজীবী মাহবুবুর রহমান। বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।
এর আগে 🐭গত ২৭ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ 🐟সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট।
গত বছরের ১৩ মা🌳র্চ বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আ༺দালত।
মামলার আসামিরা হলেন, বাবুল আক্তার, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহা🐎ন মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ই🤡সলাম।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বিকেলে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি কর⛎ে আদালতে দুই হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ অভিযোগপত্র একই বছরের ১০ অক্টোবর গ্রহণ করেন আদালত।
[105913]
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় ম🍎াহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন ৬ জুন বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তবে তদন্তের পর আ𒁏সামি হন তিনি।