ভারতীয় চাল আমদানি শুরু, দাম কমার ইঙ্গিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৫:৫৯ পিএম
হিলি স্থলবন্দর। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় দুই বছর পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার (১🦹১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৯০ টন চাল আমদানি করে মেসার্স শাইরাম এ𒈔ন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।

তথ্যট𝓀ি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক সিরাজ🍬ুল ইসলাম।

সিরাজুল ইসলাম বলেন, “সরকারের দেওয়া শুল্ক প্রত্যাহারের ঘোষণা পর সোমবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এꦬসব চাল বাজারে সরবরাহ করা হলে দাম অনেকটাই কমে আসবে।꧅”

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “শুল্ক মুক্তভাবে চাল আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১ হাজার মেট্༺রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

[103921]

এদিকে চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে জানিয়ে🙈ছেন আমদানিকারকরা। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮ এবং জিরাশাইল জাতেꦕর চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।