আইজিপির স্ত্রী পরিচয়ে এসপিকে ফোন, গ্রেপ্তার নারী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৫:৩০ পিএম

আইজিপির স্ত্রী পরিচয়ে পুলিশ সুপারকে (এসপি) ফোন দিয়ে প্রতারণা অভিযোগে রুমা আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কনস্টেবল নিয়োগের জন্য ট🃏াঙ্গাইলের এসপিকে ফোন দিয়ে এই প্রতারণা করেছিলেন।

শনিবার (১৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামা♐ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য𝓡 জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর কে🦂রানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তার ও তার স্বামী মো. আসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেꦰপ্তার রুমা বাগেরহাট জেলার চিতলমারী থানার রহমতপুর গ্রামের মো. রেজাউল শেখের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে সাভারের লুটেরচর গ্রামের বসবাস করতেন🌞।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৭ নভেম্বর বেলা পৌন✱ে ১২টার দিকไে আইজিপির স্ত্রী পরিচয়ে টাঙ্গাইলের এসপিকে ফোন দেন রুমা আক্তার। তিনি একজন প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ দিতে এসপিকে নির্দেশ দেন। এরপর ওই প্রার্থীর প্রয়োজনীয় তথ্যাদি এসপিকে এসএমএস করেন।

পুলিশ আরও জানায়, বিষয়টি প্রতারণা প্রমাণিত হলে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা বিভিন্ন গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যাদি বিশ্লেষণ করে ঢাকার কেরানীগঞ্জ থানার আটিবাজার  ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে এ𓄧বং তার স্বামীকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে টাঙ্গাইল💞 সদর 🌠থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে&nb🥂sp;কনস্টেবল নিয়োগে কোনো ধরনের প্𝓰রতারণার কৌশল না নেওয়া ও প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।