প্যারিসের পথে প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৫:০৪ পিএম

স্কটল্য💞ান্ডের গ্লাসগো ও যুক্তরাজ্যের লন্ডন সফর শেষে ফ্রান্সের প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল 🌳করিম জানান, প্রধা🐈নমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে💮 বিদায় জানান। ফ্লাইটটি  সকাল ১১টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। 

গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদা🌃ন শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের൲ দেশ ও জনগণের ℱকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস🎶 সচিব জানান, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা প্রবাসীদের উদ্দেশে তিনি এ আহ্বান জ𝓡ানান। 

বাসস্থান থেকಞে বিমানবন্দরের উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী প্রবাসীদের জানান, মহামারি করোনা কেটে গেলে তাদের সঙ্গে আবার দেখা করবেন  তিনি। 

এর আগে প্রধানমন্ত্রী 𓄧শেখ হাসিনা ৩১ অক্ট🌄োবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে তার দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছান।