তাল দিয়ে মাফিন কেক বানাবেন যেভাবে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৭:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বাজারে পাওয়া যাচ্ছে পাকা তাল। এই তাল দিয়ে নানান ধরণের পিঠা বানꦰানো যায়। বানাতে পারেন মাফিন কেক। চলুন 🐭রেসিপিটা দেখে নেই-

যা যা লাগবে

  • মাখন ১৫০ গ্রাম
  • ময়দা ১৫০ গ্রাম
  • ডিম ৪টি
  • চিনি ১০০ গ্রাম
  • কেক ইমপ্রোভার ৪ গ্রাম
  • বেকিং পাউডার ১ চা চামচ
  • তালের ক্বাথ ৬০ মিলিলিটার
  • কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ (তালের সঙ্গে মেশাতে হবে)
  • ঘি ১ চা-চামচ
  • চিনি সিরাপ ২ চা-চামচ।

যেভাবে বানাবেন
চিনি ও মাখন একসঙ্গে বিট করতে হবে। যখন চিনি গলে আসবে,✤ তখন একটা একটা করে ডিম দিতে হবে। তারপর কেক ইমপ্রোভার দিতে হবে। আবারও বিট করতে হবে। ময়দা আর বেকিং পাউডার একসঙ্গে দিতে হবে। তারপর  চ্যাপ্টা চামচ দিয়ে আস্তে করে নাড়তে হবে। এরপর তালের ক্বাথে মিশিয়ে হালকাভাবে নাড়তে হবে। নেড়ে বেকিং ডিশে ঢেলে দিন। প্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। মাঝে একটু ছুরি ঢুকিয়ে দেখতে হবে। যদি দেখেন ছুরিতে কোন কিছু লেগে না থাকে তাহলে মনে করবেন কেক হয়ে এসেছে। কেক হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে চিনি সিরাপ🌞 ব্রাশ করে দিন। সবশেষে ঘি দিয়ে ব্রাশ করতে হবে।