গরমেও ফুল থাকবে তরতাজা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২২, ১২:৪৪ পিএম

তরতাজা ফুল মানে তরতাজা মন। গাছের ফুটন্ত ফুল দেখে মন জুড়িয়ে যায়। ফুলের তাজা গন্ধ নিতে 🅺ঘরে সাজিয়ে রাখা হয়। যত দিন ফুল তরতাজা থাকবে, এর সুগন্ধি মুগ্ধতা দেবে। ঘরের কোণে বা টেবিলের ওপর বাহারি ফুলদানিতে কাঁ🎉চা ফুল দিয়ে সাজালে ঘরের সৌন্দর্য আলাদা মাত্রা পায়।

তবে প্রচণ্ড গরমে ফুল তরতাজা রাখাটা অনেকটাই চ্যালেঞ্জিং। বাজার থেকে ঘরে নিয়ে আসতেই মুহূর্তেই ফুল প্রাণহীন হয়ে যায়। প্🤡রাণহীন ফুল দেখলে মনও খারাপ হয়ে যায় নিমেষেই। তাই গরমে ফুলকে তরতাজ🀅া রাখতে সহজ কিছু কৌশল জানুন।

  • ঘরে ফুলদানিতে ফুল রাখা হয়। ফুলদানিতে পানি দিয়ে ফুল রাখার সময় সামান্য লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এরপর কাণ্ড কেটে ফুল সাজিয়ে নিন। এতে দীর্ঘ সময় ফুল তরতাজা থাকবে।
  • গোলাপ ফুল অনেকেরই পছন্দ। ফুলদানিতে বাহারি রঙের গোলাপ দিয়ে সাজাতে পছন্দ করেন। গরমে গোলাপ ফুলকে তাজা রাখতে খেয়াল রাখুন যেন এর পুরো কাণ্ডটি পানির নিচে ডুবে না থাকে। আবার ফুলদানিতে রাখার সময় কাণ্ড বেশি ছোটও করবেন না। কাণ্ডে পর্যাপ্ত পানি পেলে গোলাপ ফুল তাজা থাকবে। সুবাস ছড়াবে। 
  • ফুলদানিতে পানি দিয়ে ফুল সাজিয়েছেন। এখানেই নিশ্চিন্ত হলে চলবে না। মাঝে মাঝেই ফুলদানির ফুলে পানি স্প্রে করুন। এতে ফুলের তরতাজা ভাব থাকবে দীর্ঘ সময়। নষ্টও হবে না সহজে।
  • ছোট ফুলদানিতে বেশি ফুল রাখবেন না। পর্যাপ্ত পানি না পেলে ফুল দ্রুত শুকিয়ে যায়। আবার বেশি বড় ফুলদানিও ব্যবহার করবেন না। ফুলের পরিমাণ অনুযায়ী ফুলদানি বাছুন।
  • ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে ফুলদানির পরিষ্কার পানিতে সাজিয়ে রাখুন। দীর্ঘ সময় ভালো থাকবে।
  • ফুলদানিতে সরাসরি ঠান্ডা পানি দিয়ে ফুল সাজিয়ে রাখুন। ফোটানো পানি দিলে তাতে ফুল দ্রুত নষ্ট হয়ে যায়। গরমে ঠান্ডা পানি ফুলকে তরতাজা রাখবে। স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানিও ব্যবহার করতে পারেন।
  • ফুলদানির পানি দুই দিন পরপর পাল্টে নিন। এতে ফুল তরতাজা থাকবে দীর্ঘ সময়।
  • ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়েও রাখতে পারেন। আবার এক চামচ গ্লুকোজও মেশাতে পারেন পানিতে। ফুলের তরতাজা ভাব থাকবে কয়েক দিন।ফুলদানির পানিতে এক চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে অনেক দিন।