রূপচর্চায় লেবুর রস ব্যবহারে হতে পারে ক্ষতি!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২২, ০৩:৪৯ পিএম

ত্বকের যত্ন নিতে ফেসপ্যাক ব্যবহার করা হয়। ফেসপ্যাক বানানো হয় ঘরোয়া উপকরণে। যেমন দুধ, টকদই, বেসন, টমেটো, লেবুর রসসℱহ নানা উপকরণ যুক্ত থাকে ফেসপ্যাকে। রূপচর্চায়  🌠;এসব উপকরণ সরাসরিও ত্বকে লাগানো হয়। তবে এরমধ্যে লেবুর রস ব্যবহার ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে, ব্রণের সমস্যা কমাতে, ট্যান ভাব দূর করতে, মুখের দাগ দূরীকরণে লেবুর রসের উপর ভরসা থাকে অনেকের। তবে লেবুর রসꩵ সরাসরি ব্যবহার ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি করে।

লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে। যা কোমলতা নষ্ট করে। লেবুর রস তুলোয় নিয়ে সরাসরি লাগালেই হিতের বিপরীত হবে। তবে লেবুর রস দিয়ে রূপচর্চা করতে হলে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে অন্য উপকরণও। যেমন লেবুর রসের সঙ্গে পানি কিংবা গোল✃াপ জল মিশিয়ে নিতে পারে। এরপর ত্বকে লাগিয়ে নিন✃।

ঘাড়ের কালো ছোপ দাগ দূর করতে লেবুর রস লাগাতে পারেন। তবে সরাসরি লাগালে তাতে ত্বক আরও পুﷺড়ে যায়। সেখানেও পানি বা গোলাপ জল মিশিয়ে নিন। এরপর ঘাড়ের দাগের ওপর দিতে পারেন। মনে রাখবেন, সমপরিমাণ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ পানি বা গোলা🍃প জল মেশাতে হবে। যা ২০ মিনিট রেখে দিলেই হবে। এর বেশি রাখলে ত্বকের ক্ষতি হতে পারে। 

ব্রণের দাগ মুছে ফেলতেও লেবুর রস সরাসরি ব্যবহার করা যাবে না। ত্বকে জ্বালা অনুভূত হবে। লেবুতে থাকা একাধিক উপাদান সরাসরি ত্বকে লাগলে তꦫা থেকে চুলকানি হতে পারে। ব্রণ দূর করতে পাতিলেবু ও হলুদ দিয়ে প্যাক বানান। কাঁচা হলুদ বেটে এর সঙ্গে লেবুর রস মিশিয়ে এরপর মুখে লাগান। শ🥀ুকিয়ে এলে ধুয়ে নিন। 

লেবুর রস দিয়ে তৈরি ফেসপ্যাক সপ্তাহ꧋ে তিন দিনের বেশি ব্যবহার করবেন না। এতে ত্বকের নমনীয়তা নষ্ট হতে পার💙ে। তাই সতর্ক হোন ত্বকের যত্নে লেবুর রস ব্যবহারে।