চুলের যত্নে সঙ্গী হবে ‘কাঠের চিরুনি’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০১:০৩ পিএম

নারীর সৌন্দর্যের সঙ্গে চুল ওতপ্রোতভাবে জাড়িত। রূপচর্চার সবথেকে গুরুত্বপুর্ণ অংশ হচ্ছে চুল। আমরা প্🐭রাকৃতিক নানান প্যাক ব্যবহার করে চুলের যত্ন নিয়ে থাকি। কিন্তু সবার আগে যত্নশীল হতে হবে 𝓡চুল আঁচড়ানোর ব্যাপারে।

মনে রাখবেন চুল আঁচড়ানোর সম্পূর্ণ গুণ ততক্ষণ পাওয়া যায় না, যতক্ষণ না চিরুনির ব্যবহার সঠিক হয়৷ আমরা সাধারণত প্লাস্টিকের চিরুনি ব্যবহার করে থাকি, যা চুলের স্বাস্থ্যের জন্যে মেটেও ভালো নয়। এজন্য প্রয়োজন কাঠের চিরুনি। কাঠের চিরুনি ব্যবহারে চুলের স্বাস্থ্য থ🥀াকবে সুরক্ষিত।

চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে কাঠের চ𒊎িরুনি কেন ব্যবহার করবেন-

  • কাঠ হল প্রাকৃতিক উপাদান৷ যার ফলে এই চিরুনি ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি হয় না৷ প্লাস্টিকের চিরুনিতে অনেক সময় এই সমস্যা দেখা যায়৷ তাই কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে চুল মোলায়েম ও উজ্জ্বল হয়৷
  • কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে স্ক্যাল্পে থাকা প্রাকৃতিক তেল, চুলের গোড়ায় সুষমভাবে ছড়িয়ে পড়ে৷ এর ফলে চুল চটচটে মনে হয় না৷ চুলের স্বাভাবিক আর্দ্রতা এবং স্বাস্থ্যোজ্জ্বল লুক বজায় থাকে এর ফলে৷

  • স্ক্যাল্প স্পর্শকাতর হলে কাঠের চিরুনি বেশ উপকারী৷ এর মোলায়েম স্পর্শ স্নায়ুকে শান্ত রাখে৷ কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নতুন চুল গজাতেও সাহায্য করে৷
  • জট পড়ে এরকম রুক্ষ চুলের জন্য কাঠের চিরুনি খুবই উপকারী৷ চিরুনি দিয়ে আঁচড়ালে চুলে জট পড়ে না৷ চুলে আগা ফেটে যাওয়ার সমস্যা থেকেও রক্ষা পাওয়া যায়৷
  • কাঠের চিরুনি দিয়ে আঁচড়ানোর ফলে ধুলোবালি, ময়লা দূর হয়ে চুলের গোড়া এবং স্ক্যাল্প পরিষ্কারও থাকে৷
  • ব্যবহারের দিক থেকে প্লাস্টিকের চিরুনির তুলনায় কাঠের চিরুনি অনেক বেশি মজবুত৷ প্লাস্টিকের চিরুনির দাঁত সহজেই ভেঙে যায়৷ কিন্তু কাঠের চিরুনি সহজে ভাঙে না।
  • আপনার চুলের ধরণ যে রকমই হোক না কেন, কাঠের চিরুনি ভালো উপায়। আর কাঠের চিরুনি পরিষ্কার করাও সহজ৷ চিরুনিতে নারকেল তেল লাগিয়ে পরিষ্কার নরম কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে নিন৷