১০৫৫ অক্ষরের দীর্ঘ নামে বিশ্বরেকর্ড কিশোরীর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০১:২২ পিএম

সন্তান জন্মের পর পরিবারের সদস্যরা সন্তানের নাম নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকে। সকলের পছন্দের তালিকা থেকে সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন বাবা-মা। কিন্তু মার্কিন এক মা তার সন্তানের জন্য অভিনব এক দীর্🀅ঘ নাম নির্বাচন করেছেন, যা কিনা ১ হাজার ৫৫টি অক্ষরের।

ইতিমধ্যে বৃহৎ এ নামের জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন কিশোরী। এই কিশোরীর মা নিজের মেয়ের জন্য দীর্ঘ এক নাম রেখেছ🦩েন শখ করে। যার প্রথম নামেই রয়েছে ১০১৯, আর মধ্য নামে ৩৬টি অক্ষর। বর্তমানে কিশোরীর জন্ম সনদটির দৈর্ঘ প্রায় দুই ফুট। সম্প্রতি এক টিভি শোতে এমনটিই জানিয়েছেন কিশোরী।

সান্ড্রা উইলিয়ামস নামের কিশোরীর মা জানান, যখন তিনি একটি কন্যা♑সন্তান জন্মলাভ করল, তখন তিনি চাইলেন তার জন্য একটি অভিনব নাম হবে। সেটি ভেবেই মেয়ের নাম লম্বা করার সিদ্ধান্ত নেন তিꦛনি।

সান্ড্রা উইলিয়ামসের মেয়ে ১৯৮৪ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তখন তার স্বামী তাদের সন্তানের জন্মসনদে এই নাম- ‘Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiut🌠h Will✱iams’ লিপিবদ্ধ করেন।

কিন্তু মেয়ের জন্মের তিন সপ্তাহ পর ওই নারী দেখলেন, এ নাম যথেষ্ট লম্বা নয়। এরপরই তিনি মেয়ের নামে এ꧅ক হাজারেরও বেশি অক্ষর ব্যবহার করেন এবং ফের মেয়ের জন্মসনদ নবায়ন করেন। সনদটির বর্তমান দৈর্ঘౠ প্রায় দুই ফুট।

ওই নারী তার মেয়ের একটি মধ্যম আকারের নামও রেখেছেন, সেখানেও অন্তত ৩৬টি শব্দ রয়েছে। তবে পরিবারের লোকজন মেয়েটিকে সংক্ষিপ্ত ‘জিমি’ নামে সম্বোধন করেন। তার পুরো নাম উচ্চারণ করা খুবই কষ🐼্টসাধ্য। নামটির লিখিত রূপ এরকম,

Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnaerenquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive'onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea'shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohnyaetheodoradilcyana.

সান্ড্রা উইলিয়ামস জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতেই তিনি মেয়ের এত বড় নাম দিয়েছিলেন। একই সঙ্গে তিনি তার মেয়ের নাম আর দশটা ꧃মেয়ের নামের মতো হোক তা চাননি। তিনি জানালেন, তার মেয়ের নাম বেশ আলাদা, যেটা গিনেস বুক অব রেকর্ডে স্থান করে নিয়েছে। নামটিতে সর্বমোট ১০১৯টি অক্ষর রয়েছে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় নাম ছিল ৭৪৭ অক্ষরের, যা ১৯১৪ সালে রেকর্ড করা হয়েছিল। হোবার্ট বালি𓃲ন নামের এক ব্যক্তি তার বিস্তারিত নামে ৭৪৭টি অক্ষর ব্যবহার করেছিলেন। হোব🥃ার্ট বালিন ১৯৯৭ সালে ৮৩ সালে মারা যান।