ট্রাম্পের সঙ্গে মিল রেখে পোকার নাম ‘ট্রাম্পাপিলার’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০১:২৫ পিএম

পেরুভিয়ান আমাজনের গভীরে একধরনের বিষাক্ত কাঁটাওয়ালা শুঁয়োপোকা দেখা পাওয়া যায়। লক্ষ করলে দেখা যায় পোকাটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চুলের অদ্ভুত মিল রয়েছেไ।

এ কারণেই গবেষকরা যারা এই প্রাণীর মুখোমুখি হয়েছেন তারা এꦦইღ ফ্লানেল মথ ক্যাটারপিলারের নাম ট্রাম্পের সঙ্গে মিল রেখে ‘ট্রাম্পাপিলার’ হিসেবে অভিহিত করেছেন।

বন্যজীবনের ফটোগ্রাফার জেফ ক্রিমার পেরুভিয়ান 🌼আমাজনে স্কাউটিংয়ের সময় একটি ফ্লানেল মথ ক্যাটারপিলারের ছবি তুলে বলেন, “যথার্থই এটি ডোনাল্ড ট্রাম্পের একটি ডালে ঝুলন্ত চুল ছিল।”

স্থানীয়রা এই প্রাণীটিকে ‘ওভিজিলো’ বলে ডাকে যার অর্থ স্প্যানিশ ভাষায় ‘ছোট ভেড়া’। পꦇ্রায় ২.৫ ইঞ্চি লম্বা এই ফ্লানেল মথ শুঁয়োপোকা সম্ভাব্য শিকারিদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে ট্রাম্পের চুলের মতো দেখতে তাদের শরীরের বিষাক্ত কাঁটা ব্যবহার করে থাকে। এই কাঁটা বা স্পাইনগুলোর মধ্যে হাইপোডার্মিক সুচ রয়েছে, যা বিষ প্রয়োগ কর🐓তে পারে। ফলে শিকারিদের ত্বকে জ্বালাপোড়া ও চুলকানির সৃষ্টি করে, যা অত্যন্ত বেদনাদায়ক।

সূত্র: প্রথম আলো