হাটে অসুস্থ গরু চিনবেন যেভাবে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৪:০৮ পিএম

রাজধানী জুড়ে বসছে কোরবানির পশুর হাট। ইসলামিক বিধান অনুযায়ী, কোরবানির পশুকে শারীরিকভাবে সুস্থ হতে হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীরা অধিক অর্থ লাভের আশায় বিভিন্ন রাসায়নিক বা ওষুধ দিয়ে পশুকে ম🅠োটা তাজা করে। যা পশুকে শরীরিকভাবে অসুস্থ করে দেয়। 

যদি আপনি গরু কিনতে অভ্যস্ত হয়ে থাকেন তবে দেখলেই বুঝে যাবেন কোনটি সুস্থ বা কোনটি অসুস্থ। তবে🌄 গরু কেনার ক্ষ﷽েত্রে যদি আপনার অভিজ্ঞতা কম থাকে তবে এই প্রতিবেদনটি দেখে নিতে পারেন। সুস্পষ্ট ধারণা নিয়েই হাটে কোরবানির গরু বা ছাগল কিনতে যান। কোন অসাধু ব্যবসায়ীর খপ্পরে আপনাকে ঠকতে হবে না।

অসুস্থ গরু শনাক্ত করবেন যেভাবে_

  • রাসায়নিক বা ওষুধ দেওয়া গরুর মাংসপেশিসহ শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায়। গরুর শরীরে পানি জমে থাকে। ফলে অধিক মোটা দেখায়। গরুর শরীরে বিভিন্ন অংশে চাপ দিয়ে দেখবেন সেখানে গর্ত হয় কিনা। গর্ত হয়ে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নিলে বুঝবেন গরু সুস্থ নয়।
  • রাসায়নিক বা ওষুধ দেওয়া থাকলে গরুর অতিরিক্ত ওজন বেড়ে যায়। ফলে চলাফেরা বা স্বাভাবিক নাড়াচাড়া করতে পারে না। শান্ত হয়ে বসে থাকে। গরুর দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়।
  • রাসায়নিকযুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকবে। ঝিমানো ভাব থাকবে। পারিপার্শ্বিক পরিস্থিতিতে প্রতিক্রিয়া কম দেখাবে। যেমন, কান বা লেজ দিয়ে মশা মাছি তাড়ানো, কেউ গরুর গায়ে স্পর্শ করলে প্রতিক্রিয়া কম দেখাবে।
  • রাসায়নিক বা ওষুধ খাওয়ানো গরুর শরীরের অঙ্গগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। শ্বাস-প্রশ্বাসও দ্রুত হয়।
  • অতিরিক্ত স্টেরয়েড দেওয়া থাকলে গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরতে থাকে।
  • অসুস্থ গরুর খাওয়ায় অনিহা দেখা যায়। গরুর মুখের সামনে খাবার ধরলেও তা খাবে না।
  • অসুস্থ গরুর ঠোঁট বা নাকের ওপরে শুকনা থাকবে।
  • অসুস্থ গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে। গায়ে হাত দিয়ে বুঝে নিতে হবে।
  • রাসায়নিক দেওয়া গরুর পা নরম থলথলে থাকবে। চামড়ার ওপর দিয়ে পাঁজরের হাড় দেখা যাবে না।
  • গরু জাবর কাটে কিনা খেয়াল করুন। কারণ অসুস্থ গরু সাধারণত জাবর কাটবে না। তারা দুর্বল থাকে।
  • গরুর চোখ দেখবেন। অসুস্থ হলে গরুর চোখ থেকে পানি পড়তে পারে। চোখে পিচুটি থাকতে পারে। চোখের ঝিল্লি ফ্যাকাসে হতে পারে।চোখের রঙ অতিরিক্ত লাল বা হলুদ হতে পারে।
  • অসুস্থ গরুর কান দিয়ে পুঁজ বের হতে পারে ও দুর্গন্ধ থাকতে পারে।
  • গরুর গায়ের পশম উস্ক খুস্ক থাকলে বা  পশম গায়ের সাথে মিশে না থেকে খাড়া হয়ে থাকলে বুঝে নিবেন গরু অসুস্থ।
  • অসুস্থ গরুর গোবর অতিরিক্ত শক্ত ও অতিরিক্ত নরম হতে পারে। গোবরে দুর্গন্ধ থাকতে পারে।
  • গাভীর ওলান শক্ত ও ফোলা হতে পারে। ওলানের ৪টি কোয়ার্টার অসমান হতে পারে। গাভীর বাটগুলো অসমান অথবা কোনটি শক্ত হতে পারে।