২ যুগ পর দেখা মিলল ‘হাতওয়ালা’ মাছের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০১:০২ পিএম

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২২ বছর পর তাসমানিয়♛ার উপকূলের অদূরে একটি বিরল মাছ খুঁজে পেয়েছেন যেটি পাখনা নয়, ‘হাতের’ সাহায্যে ঘুরে বেড়ায়। ‘পিংক হ্যান্ডফিশ’ ন🧜ামে এই মাছটি শেষবার দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। এ পর্যন্ত ডুবুরিরা মোট চার বার এই মাছের দেখা পেয়েছেন।

মাছটি এক সময় হারিয়ে যাবে এই আশঙ্কায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এই মাছটিকে বিপন্ন প্রা🍰ণ༒ীর তালিকায় যোগ করেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, কিছুদিন আগে সমুদ্রের গভীরে এক মেরিন পার্কে তাদের এক ক্যামেরায় মাছটি ধরা পড়েছে। নতুন এই ভিডিওতে দেখা গেছে, মাছটি গভীর সাগরের খোলা জায়গায় ঘোরাফেরা করছে। একটি গলদা চিংড়ি বিরক্ত করার পর ১৫ সেন্টিমিটার দীর্ঘ মাছটি পাথরের তলা থেকে বেরিয়ে আসছে।

বিজ্ঞানীরা আগে ধারণা করেছিলেন, মাছটি অগভীর পানিতে বসবাস করে। এখন দেখা যাচ্ছে তাসমানিয়ার দক্ষিণ উপকূলের ক🌱াছে ৩৯০ ফুট গভীরে এর বাস। ইউনিভার্সিটি অব তাসমানিয়ার সমুদ্র জীববিজ্ঞানী নেভিল ব্যারেট বলেন, “এই আবিষ্কার খুবই উত্তেজনাকর। যেহেতু অনেক বেশি জায়গা নিয়ে এই মাছটি ঘোরাফেরাℱ করে, তাই পিংক হ্যান্ডফিশের ভবিষ্যৎ নিয়ে যে আশঙ্কা ছিল তা কিছুটা কেটেছে।”

গত ফেব্রুয়ারি মাসে গবেষক দলটি তাসমান ফ্র্যাকচার মেরিন ꦰপার্কে একটি ক্যামেরা বসায়। তাদের উদ্দেশ্য ছিল জলের নী꧃চে থাকা কোরাল, গলদা চিংড়ি এবং অন্যান্য প্রজাতির মাছের ছবি তোলা এবং জরিপ চালানো।

ফুটেজ পরীক্ষার সময় মাছটিকে দেখতে পাওয়া গবেষণা সহকারী অ্যা🍎শলি বাসতিয়ানসেন বলেন, “দেখলাম একটি ছোট মাছ হঠাৎ করেই খাড়ি থেকে মাথা বের করলো। তারপর অবাক হয়ে দেখলাম মাছটার রয়েছে দুটি হাত।”

সূত্র: বিবিসি বাংলা