শীতে আবহাওয়া বদল আম♌াদের মনꦬকেও প্রভাবিত করে। পাতাঝরা শীতে মাঝেমধ্যেই মনে পড়তে পারে অবসাদের ছায়া। কর্মব্যস্ত জীবনে ঘরে ফিরে আমরা নিতে চাই স্বস্তির শ্বাস। কিন্তু অনেকসময় তা হয়ে ওঠে না। ঘরের একঘেয়েমি জীবন বুঝি তা হতে দেয় না।
তাই এ সময় প্রয়োজন ঘরের বদল। ঘরকে আমরা সাজতে পারি আবহাওয়ার সাজে। তাহলে মন যেমন থাকলে উৎফুল্ল কাজেও আসবে উদ্দীপনা। চলুন তবে জেনে নে🦋য়া যাক এই শ🐎ীতে আপনার ঘরের সাজ কেমন হবে, সে সম্পর্কে-
দেয়াল চিত্র
ওয়ালপেপার বা দেয়াল চিত্র ঘরের সৌন্দর্যে সহায়ক ভূমিকা পালন করে। এই শীতে ঘরের নান্দনিকতা ধরে রাখতে বদলে ফেলুন ঘরের ওয়ালপ🍌েপার। শীতকালের সঙ্গে মানানসই সাদা, নীল বা হাল্কা কোনও রঙের ওয়ালপেপার 𝐆এই সময়ে হতে পারে আপনার ঘরের সঙ্গী।
আলোকসজ্জা
বাড়ির স🐬িঁড়ি সাজিয়ে নিন বিভিন্ন ধরনের আলো দিয়ে। ঘরের জানালা এবং খাটের কাছাকাছিও রাখতে পারেন আলো। শ🧸ীতের সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন, আপনার ঘর হবে ঝলমলে আর মন হবে চনমনে।
ফুলদানি
ঘরে একটু রাজকীয় পরিবর্তন আনতে চাইলে ফুলদানিই হতে পারে আপনার সহকারী বন্ধু। একটু জমকালো💛 কাজের কিংবা পুরনো ধাঁচের পিতলের ফুলদানিতে ফুল সাজিয়ে রাখলে সাজসজ্জায় আসবে নান্দনিক ছোঁয়া।
বসারঘর হোক আলোকিত
বসারঘরে রঙিন জিনিসে ভরিয়ে রাখুন। দেয়ালে টানাতে পারেন বꩵাঙালির এতিহ্যের প্রতীক। আর সোফার পাশের🍌 তাকেই রাখুন নানান গাছের বাহার।
উজ্জ্বল কুশন কভার
সোফা এবং কুশনের কভার হোক বিভিন্ন রঙের মিশেলে উজ্জ্বল। হাল্কা রঙের বদলে ব্যবহার করু𝕴ন একসঙ্গে বেশ কিছু রং। রঙিন কুশন আপনার ঘরকে করবে উজ্জ্বল-আলোকিত।
ঘরে-বারান্দায় গাছ
এখন নানান ফুলের গাছ বাজারে পাওয়া যাচ্ছে। আপনার ঘরের সৌনℱ্দর্যে লাগাতে পারেন ফুলের গ🐼াছ। ঘর হোক বা বারান্দা, মানানসই হবে সবখানে।
সূত্র: আনন্দবাজার