কবির গ্রুপে চাকরি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৯:২৭ এএম

নিয়োগ বিজ্ঞপ্ত💯ি প্রকাশ করেছে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আগ্রহীরা ২৪ সেপ্টেম্বর পর্য♛ন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম
কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম
টেরিটরি সেলস অফিসার(টিএসও) (🅠ডিলার ম্যানেজমেন্ট)।

শিক্ষাগত যোগ্যতা
স্নাতকোত্তর পাস অথবা বাণিজ্য বিষয়ে এমবিএ পাস

অভিজ্ঞতা
দুই বছর

দক্ষতা
মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

বয়স
ন্যূনতম ২৬ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর

কর্মস্থল
বান্দরবান, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও (ঠাকু💖রগাঁও🦄 সদর)।

বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অথবা সিভি ইমেইল করতে পারেন (career@ksrm.com.bd) এ🌃ই ঠিকানায়।

আবেদনের শেষ সময়
২৪ সেপ্টেম্বর, ২০২১।

 

সূত্র:বিডিজবস