বিআরটিসিতে বিশাল নিয়োগ, বেতন স্কেল ২২ হাজার টাকা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২২, ১০:১৫ এএম

সম্প্রতি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে ১০টি ক্যাটাগরিতে ৯৩ জন লোক নেবে। আগ্রহীরা ১৯ জুন পর্যন্ত অনলাইনে🌞🔯 আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

পদের নাম

ক্রয় কর্মকর্তা। 

পদসংখ্যা

১। 

শিক্ষাগত যোগ্যতা

স্নাতকোত্তর ডিগ্রি। 

অভিজ্ঞতা

পাঁচ বছর। 

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

 

পদের নাম

জনসংযোগ কর্মকর্তা। 

পদসংখ্যা

১। 

শিক্ষাগত যোগ্যতা

সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।&nb𒆙sp;

অভিজ্ঞতা

জনসংযোগ প্রতিষ্ঠা꧋নে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভ♓িজ্ঞতা।

দক্ষতা

যোগাযোগমাধ্যমে🅠🎀 প্রকাশের জন্য খবর ও ফিচার তৈরির ক্ষমতা থাকতে হবে। প্রুফ পাঠ তত্ত্বাবধান করা ও নকশা প্রস্তুত করা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

 

পদের নাম

সহকারী প্রশাসনিক কর্মকর্তা। 

পদসংখ্যা

৪। 

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক ডিগ্রি। 

অভিজ্ঞতা

প্রশাসনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ শ্রম ব্যবস্ꦆথাপনার ক্ষমতা।

বেতন স্কেল

১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

 

পদের নাম

উপসহকারী প্রকৌশলী (সিভিল/বৈদ্যুতিক)। 

পদসংখ্যা

২। 

শিক্ষাগত যোগ্যতা

স⛎িভিল/বৈদ্যুতিক কর্ম তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ সিভিল🃏/বৈদ্যুতিক প্রকৌশলে সনদ থাকতে হবে। 

বেতন স্কেল 

১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

 

পদের নাম

সাঁটলিপিকার। 

পদসংখ্যা

১। 

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি/সমম♛ান পাস (বওাণিজ্যিক উপাধিপত্র অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে)।

দক্ষতা 

ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 🧸যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। 

বেতন স্কেল

১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

 

পদের নাম

ইলেকট্রিশিয়ান (নির্মাণ)। 

পদসংখ্যা

২। 

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি পাস। 

অভিজ্ঞতা

সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রসহ কাজে কমপক্ষে দুই বছরের 𒈔অভিজꦐ্ঞতা। 

বেতন স্কেল

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

 

পদের নাম

প্রাক্কলনিক/এস্টিমেটর (সিভিল)। 

পদসংখ্যা

১।

শিক্ষাগত যোগ্যতা

সিভিল নির্মাণকাজ তত্ত✃্বাবধান ও প্রাক্কলনে ♔কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসহ প্রকৌশল (সিভিল) সনদধারী। 

বেতন স্কেল

৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

পদের নাম

সহকারী নকশাকারী/ড্রাফটসম্যান। 

পদসংখ্যা

১।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি পাস ও সিভিল নকশাবিদ্যায় উপাধিপত্রসহ সিভিল অ⛄ঙ্কনে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞ🐠তা। 

বেতন স্কেল

৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

 

পদের নাম

আমিন। 

পদসংখ্যা

১। 

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি পাস।

অভিজ্ঞতা 

কোনো প্রতিষ্ঠান থেকে সার্ভে কোর্স সমাপ্তকরণ সনদ♎পত෴্রসহ কোনো প্রকল্পে জরিপ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। 

বেতন স্কেল

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

 

পদের নাম

বিল সহকারী। 

পদসংখ্যা

২। 

শিক্ষাগত যোগ্যতা

বাণিজ্যে উচ্চমাধ্যমিক পাস। 

বেতন স্কেল

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

 

পদের নাম

টেলিফোন অপারেটর। 

পদসংখ্যা

২। 

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি পাস।

অভিজ্ঞতা 

পিএবিএক্স পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

 

পদের নাম

স্টোরম্যান। 

পদসংখ্যা

৩৭। 

শিক্ষাগত যোগ্যতা

বিজ্﷽ঞান বিভাগে এসএ🔯সসি পাস অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটরযান কোর্সের সনদধারী। 

বেতন স্কেল

৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

 

পদের নাম

পিওএল অ্যাটেনডে💟ন্ট (পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট)।

পদসংখ্যা

২৮। 

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি পাস।

বেতন স্কেল 

৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

 

পদের নাম

পরিচ্ছন্নতাকর্মী। 

পদসংখ্যা

১০।

শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস। 

বেতন স্কেল

৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

 

বয়সসীমা 

২০২২ সালে𓆉র ১৯ জুন প্রার্থীর বয়🌜স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা //brtc.teletalk.com.bd/ এই লিংকে আবেদন করতে হব🎃ে।

আবেদন ফি 

অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৪ নম্বর পদের জন্য 🧔৫০০ টাকা এবং ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের 𓆉মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

১৯ জুন, ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

সূত্র: ঢাকাপোস্ট