নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলালিংক। আগ্রহীরা&n🐬bsp;১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
বাংলালিংক
পদের নাম
ইন্টারনাল সিভিএম ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক༒ট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস অথবা বাণ💙িজ্যে স্নাতক পাস
অভিজ্ঞতা
চার থেকে ছয় বছর
দক্ষতা
টেলকম চার্জিং, জিএসএম, জিজিএসএন বিষয়ে জানাশোনা থাকতে হবে। টেকনিক্য🔴াল, টুলস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। অ্যানালিটিক্স, প্রজেক্ট ও বিজনেস কমিউনিকেশন সম্পর্কে জানাশোনা 🐓থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অ🐭নলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১০ ফেব্রুয়ারি, ২০২২।
সূত্র : বিডিজবস।