পূবালী ব্যাংক পিএলসি টে𓃲কনিশিয়ান (ইলেক্ট্রিশিয়ান) পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর🐠্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
পূবালী ব্যাংক পিএলসি
পদের নাম
টেকনিশিয়ান (ইলেক্ট্রিশিয়ান)
পদসংখ্যা
১
যোগ্যতা
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তী♌র্ণ। যেকোনো টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট/সেন্টার থেকে জেনারেল ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ০৬ (ছয়) মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাস।
বয়স
৩০-১১-২০২৪ তারিখে অনূর্ধඣ্ব ৩২ ব🅺ছর। বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল
১৩, ৭৫০-৮০০-বেতন স্কেলে অন্যান্য🐭 প্রদেয় সুবিধাদি সহ প্রারম্ভিক মোট বেতন ৩৩,৯৮৮ টা❀কা
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মহাব্যবস্থাপক, পূবালী বꦫ্যাংক পিএলসি, মানব সম্পদ বিভাগ (৫ম তলা), প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০🍃 বরাবর।
আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৩১ ডিসেম্বর ২০২৪