জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘণ্ট🤡ার মধ্যেই তা প্রত্যাহারের কথা জানালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। পার্লামেন্ট স♔দস্যদের বিরোধিতার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন 🐼সুক–ইওল বলেন, “পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন (জরুরি অবস্🐠থা) প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি।”
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, “পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ ও সামরিক আইন প্রত্যাহার করে এগিয়ে যাও꧙য়ার জন্য মন্ত্রিসভা বৈঠক করছে। বৈঠকের পর সꦐামরিক আইন তুলে নেওয়া হবে।”
এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভ📖াষণে বলেন, ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
[105864]
ইউন সুক-ইওল আরও বলেন, “উদা𝄹রপন্থী দক্ষিণ কোরিয়াক🐻ে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।”
এই আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সুকে। দেশটিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।