আম্মা মারা যাবার পর আ♏ব্বা খুব একা হয়ে গেছে। সমস্ত জায়গা-জমি ভাই-ভাবি লিখে নিয়েছে। সেই যে গেছে, আর আসেনি। তাতে আব্বার দুঃখ নেই। কিন্তু আম্মার জানাজাতে বড় ছেলেকে না পেয়ে আব্বা মুষড়ে গেছে ভীষণ।
মফস্বল শহরে আবারও একটা ছোট্ট🔯 বাসা ভাড়া নিবো। আব্বাকে চোখের ডাক্তার দেখাবো, ছোট ভাইটাকে বিয়ে দিবো। ছোট্ট একটা মেয়ে বউ সাজবে, মাথায় ঘোমটা ত♌ুলে সামলে রাখতে হিমসিম খাবে, ঘরময় ঘুরে বেড়াবে।
আব্বাকে আবার দাদু ডাক শোনাবো। তারপ𝕴র আর একদিন বড় ভাই-ভাবিকে দাওয়াত দেবো, যদি আসে। জানি সেদিন আব্বা আর উদগ্রীব থাকবে না বড় নাতির দাদু ডাক শোনার জন্য।