টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আসরের ছো🍃ট দল স্কটল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় খেলায় ওমানের সঙ্গে কষ্টার্জিত জয় পেয়েছে টাইগাররা।
এবার বিশ্বকাপে নতুনদের সুযোগ দিꦰতে তামিম ইকবাল খেলছেন না। আর সে কারণে ওপেনিং জুটি খেই হারিয়ে ফেলছে। এই সময়টায় তামিম ইকবালের প্রয়োজনীয়তা অনুভব করছেন 🧸অভিনেতা ও গায়ক তাহসান খান।
তাহসান বলেন, &ldquo🌊;বিশ্বকাপে তামিম ইকবালকে খুব মিস করছি। সে আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওপেনিংয়ে তার ব্যাটিং এবং অভিজ্ঞতা দꦗলের জন্য খুব প্রয়োজন ছিল।”
এ সময় তিনি বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে বলেন, “আমি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়কে অনেক শুভকামনা জানাই। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় তারা অনেক স্ট🐈্রেসের মধ্যে থেকেই দ্বিতীয় ম্যাচ খেলেছে। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। দোয়া করি যাতে মাথা ঠান্ডা রেখে আজকের ম্যাচটি খেলতে পারে এবং দেশকে জেতাতে পারে।”
বাংলাদেশ দলের ভক্ত-সমর্থকদ🍌ের উদ্দেশ্যেও বার্তা দেন তাহসান, “খেলায় হারজিত থাকবেই। কিন্তু হারলেই যখন খেলোয়াড়দের নামে উল্টাপাল্টা কথা দেখি তখন খুব কষ্ট লাগে। জিতলে আমরা তাদের ভালোবাসি হারলে গালি দেই, এটা ঠিক না। কেউ তো হারের জন্য খেলে না। হারলেও আমরা যেন আমাদের খেলোয়াড়দের সহানুভূতির চোখে দেখি। তাদের মানসিকভাবে উইক না করে দিই। তাদের পাশে থাকি।”
তাহসান বলেন, “সেদিন সংবাদ সম্মেলনে সাকিব যেভাবে বললেন—সবাই তো ভালো স্বপ্ন নিয়েই খেলতে যায়। আমাদের চেয়ে ওদের কষ্টটা বেশি।ꦏ ওরা সবকিছু দিয়ে খেলে। কষ্টের জায়গাটা চিন্তা না করে সামনে আমꩵরা আরও ভালো খেলব এই চিন্তা করতে হবে।”
এদিকে আজ বাংলাদেশ মুখোমুখো হবে পাপুয়া নিউগিনির। এই🍰 ম্যাচ জিততে পারলে টি-টুয়েন্টি বিশ্বক💮াপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।