প্রথমবারের꧒ মতো অ্যাকশন সিনেমায় দেখা দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার অভিনীত ‘শান’ সিনেমাটি ইতোমধ্যে দর্শকের হৃদয় জয় করেছে। অ্যাকশন সিনেমায় প্রথম চেষ্টায় দর্শকের প্রশংসা পেয়ে🐓ছেন জনপ্রিয় এই অভিনেতা।
‘শান’ সিনেমায় সিয়াম অভিনয় করেছেন একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। অপরাধীদের শায়েস্তা করতে তিনি পিছপা হন না তিনি। কিন্তু বাস্তব জী🅺বনে সিয়াম কেমন? সেই তথ্যটা জানালেন তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।
বৃহস্পতিবার (১২ মে) রাতে যমুনা ব্লকবাস্টারে ‘শান’ সিনেমার গেট টুগেদার আয়োজন করা হয়। সেখানে হাজির হন সিয়ামের স্ত্রীসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা ও সাংবাদিক। ওই প্রদর্শনীতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন অবন্তীও। জানাল সিনেমা তার অনুভূতির কথা।
সিয়ামকে অ্যাকশন রূপে পর্দায় দেখে তিনি উচ্ছ্বসিত। তার কাছে জানতে চাওয়া হয়,꧟ ঘরে সিয়াম কেমন? সেখানেও কি তিনি এ রকম রাগ, অ্যাকশনে থাকেন?
এ প্রসঙ্গে অবন্তী বলেন, “স্বামী হিসেবে ঘরে সিয়াম অ্যাকশনে খুব নমনীয়, সেখানে অ্যাকশনে আমি থাকি। সিয়াম𒅌 খুবই চুপচাপ। ও ঝগড়া করলে পাশ✨ের বাসার মানুষও বুঝতে পারে না।”
দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। এর পর থেকে হাসি-আনন্দে✱ সংসার করে যাচ্ছেন এই দম্পতি। এরই মধ্যে ২৪ এপ্রিল রোবﷺবার তাদের ঘর আলো করে আসে একটি ছেলেসন্তান।